করোনা
বাড়িতে বসে অবুঝ শিশু
ভাবছে বসে অনেক কিছু
দিন শেষ-----
প্রহর গুনা,
কখন যেন আসবে বাবা!
বাবা, বাবা ও বাবা?
এবার থামো---
করছে মাথা ব্যাথা।
খাঁটের কোনে বসে বাছা
বাবা শুধু বলে মিছা
অাড়ি এবার নিলাম অামি
কিচ্ছু খাবোনা --যতই দামি।
যা ছিলো মাইনে
চলতো বেশ টেনেটুনে
৩০% কর্তন হইলে----
সংসার ধর্ম যাবে বিফলে।
মনি(আদুরে ডাক) বাইরে থেকে কখন এলি?
প্রেসক্রিপশন টা কি রেখে গেলি?
প্রেসার টা আবার বাড়ছে মনি
হাত মুখ ধুয়ে নাও ভাত খাবি।
কিগো তুমি এসে গেছো?
বাজারের লিস্ট টা পকেটে রাখো
যা যা আছে লেখা পাতায়
ঘরে কিন্তু কোনটায় নাই।
দেশ যেখানে গেছে থেমে
কি আর করবো একা ঘেঁমে!
সামনে মাসে হবে ঈদ
অতি গরমেও লাগছে শীত!
হায়রে! করোনা
তোকে করে যারা পুজি-----
তাদের থেমে নেই কোন রুজি
উতপাদক পায় না রুটি সুজি।
রিক্সা যখন রাস্তায় ঘুরে
লক্ষ লক্ষ টাকার ভীরে
আগের ভাড়া অর্ধেকে নামে
বাসে যখন দেড়গুন গুনে।
জন্মই তো অবহেলিত---
আচরণ পাবি অমার্জিত
কানের কোনে দিবো ঠেসে
কিচুক্ষন থাকবি অন্ধ বেশে।
করোনা, ও করোনা
যাবি কবে?
আমার কর্ম শেষ হইলে----
অপকর্ম যবে যাবে।
ধ্বংস কর সব জঘন্যতা
ফিরিয়ে আন সেই লাবন্যতা
তবে কেন খাচ্ছিস ভালো
তুই তো শুধু পাপির জন্য?
নাহ্ ---কেউ পাবেনা রেহায়
পিঁপড়া যখন তোকে কামড়ায়
কেরোসিন দিস তার গুঁহায়
অন্যদের কি দোষ, বল আমায়?
বিঃদ্রঃ বিশ্বের সার্বিক পরিস্থিতি নিয়ে অভিব্যক্তি, অপরাধ ক্ষমা করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন